শুক্রবার, ৩১ মে, ২০১৯ ০০:০০ টা

অবরোধ সত্ত্বেও সৌদি সম্মেলনে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

সৌদি আরবের মক্কায় এই সপ্তাহে অনুষ্ঠিতব্য এক উপসাগরীয় সম্মেলনে যোগ দেবেন কাতারের প্রধানমন্ত্রী আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানি। এই ঘোষণার মাধ্যমে প্রায় দুই বছর আগে রিয়াদের নেতৃত্বে কাতারের ওপর অবরোধ আরোপের পর প্রথমবারের মতো দোহার কোনো উচ্চপদস্থ কর্মকর্তা সৌদি সফরে যাচ্ছেন। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং অন্য কয়েকটি দেশের অংশগ্রহণে বৃহস্পতিবার থেকে এই সম্মেলন শুরু হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা ইস্যু এই সম্মেলনে গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

সন্ত্রাসবাদ ও মুসলিম ব্রাদারহুডের মতো বিরোধী রাজনৈতিক দলকে সমর্থন দেওয়ার অভিযোগ এনে ২০১৭ সালের জুনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। কাতারের ওপর স্থল, নৌ ও আকাশ পথে অবরোধ আরোপ করে দেশ চারটি। তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে আসছে দোহা।

সর্বশেষ খবর