শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা

ইরানকে সতর্ক করলেন আবে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনার মধ্যে ইরান সফর করলেন ট্রাম্পের মিত্র জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। বুধবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠকও করেছেন আবে। সেই বৈঠকে আবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধের জের ধরে মধ্যপ্রাচ্যে অপ্রত্যাশিত সংঘাত ঘটতে পারে বলে ইরানকে সতর্ক করেছেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন কমাতে জাপান উদ্যোগী ভূমিকা নিতে চায়। আবে বলেন, ‘যে কোনো মূল্যে সশস্ত্র সংঘাত ঠেকাতে হবে। শুধু ওই অঞ্চলের জন্যই নয়, গোটা বৈশ্বিক উন্নয়নের কথা ভেবেই মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীল অবস্থা নিশ্চিত করতে হবে। কোনো পক্ষই যুদ্ধ চাইছে না। চলমান উত্তেজনা নিরসনে আমরা সর্বোচ্চ সহায়তা করব। এ কারণেই ইরানে এসেছি।’  ইরান থেকে তেল কেনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার ব্যাপারে কোনো মন্তব্য করেননি আবে। এদিকে গতকাল আবে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে দেখা করেছেন। সেখানে খামেনি বলেছেন, আমি ব্যক্তি ট্রাম্পকে কোনো বার্তা পাওয়ার যোগ্য বলে মনে করি না। তার জন্য আমার পক্ষ থেকে কোনো বার্তা নেই। তাকে আমি কোনো বার্তা দেব না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর