বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সুদানে বিক্ষোভকারী ও সেনাবাহিনীর ক্ষমতা ভাগাভাগি চুক্তি স্বাক্ষর

সুদানের সামরিক জান্তা শাসক ও বিক্ষোভকারীদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেসামরিক নেতাদের সঙ্গে সেনাবাহিনীর ক্ষমতার ভাগাভাগি নিয়েই দুই পক্ষের মধ্যে এই চুক্তি হলো। চুক্তি অনুযায়ী, আগামী তিন বছর পর নির্বাচনের আগ পর্যন্ত উভয় পক্ষ চুক্তিতে পাওয়া ক্ষমতা ভোগ করবে। উভয়পক্ষ বসে বড় বড় সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করবে। গত এপ্রিলে দেশটির প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করে যেসব জেনারেল ক্ষমতায় আসেন তাদের সঙ্গে গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের দীর্ঘ ও জটিল আলোচনার পর এই চুক্তি সই হলো। বিক্ষোভকারীদের একজন শীর্ষ নেতা ইব্রাহিম আল-আমিন নিশ্চিত করেছেন, উভয় পক্ষের সম্মতিতে একটি ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে।

নতুন একটি সংবিধান প্রণয়নের জন্য উভয় পক্ষের মধ্যে আগামী শুক্রবার থেকে ফের আলোচনা শুরু হবে।

 

 

সর্বশেষ খবর