মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

কাশ্মীর-আসাম নিয়ে জাতিসংঘের ‘গভীর উদ্বেগ’

টানা ছয় সপ্তাহ ধরে কাশ্মীরে যে অচলাবস্থা চলছে তার পাশাপাশি আসামের নাগরিকপঞ্জি নিয়ে উত্তেজনা। আর এসব বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার পরিষদের ৪২তম অধিবেশন ছিল গতকাল। উদ্বোধনী অনুষ্ঠানে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলে ওই উদ্বেগ করেন। বক্তৃতায় তিনি বলেন, “ভারত সরকারের কঠোর ব্যবস্থার কারণে কাশ্মীরিদের মানবাধিকার যেভাবে লঙ্ঘিত হচ্ছে তা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। সেখানে শান্তিপূর্ণ সমাবেশ এবং ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় বিধিনিষেধ আরোপ এবং স্থানীয় রাজনীতিবিদ ও সমাজকর্মীদের আটক করা নিয়েও আমি চিন্তিত।” তিনি বলেন, ‘আমি ভারত ও পাকিস্তান সরকারের কাছে বারবার মানবাধিকারকে সম্মান দেখানো এবং তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছি। এ ছাড়াও, ভারত সরকারের কাছে বিশেষভাবে কাশ্মীরের চলমান কারফিউ বা অচলাবস্থা তুলে নেওয়ার অনুরোধও করেছি; যাতে সাধারণ মানুষের ন্যূনতম চাহিদা পূরণের সুযোগ সুনিশ্চিত হয়।’ আসামে সদ্য প্রকাশিত নাগরিকপঞ্জি নিয়েও উদ্বেগ প্রকাশ করে ব্যাচেলে বলেন, আসামে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর সেখানে বড় ধরনের অনিশ্চয়তা ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি ভারত সরকারের কাছে সাধারণ মানুষকে রাষ্ট্রহীন হয়ে পড়ার ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়ার অনুরোধও করেছেন।

সর্বশেষ খবর