শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে এবার অপরাধ তদন্ত চালু

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্তের পর এবার অপরাধ তদন্ত চালু করেছে দেশটির বিচার বিভাগ। নির্বাচনটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির ও রাশিয়ার মধ্যে যোগসাজশের অভিযোগ ওঠে। নানা নাটকীয়তা সৃষ্টি করেছে দুই বছরের বেশি সময় ধরে চলা এই তদন্ত। এর খাতিরে ক্ষমতা হারিয়েছেন দেশটির কেন্দ্রীয়  গোয়েন্দা সংস্থার প্রধানসহ ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। অবশেষে স্পেশাল কাউন্সেল রবার্ট মুয়েলারের নেতৃত্বে তদন্তটি সম্পন্ন হয়। তদন্তে অবশ্য ট্রাম্পের বিরুদ্ধে আইনভঙ্গের কোনো  প্রমাণ পাওয়া যায়নি। ট্রাম্প বরাবরই  তার বিরুদ্ধে আনা ওই অভিযোগ অস্বীকার করেছেন। তদন্তটিকে ধাপ্পাবাজি হিসেবে আখ্যায়িত করেছেন।

এখন তার বিচার বিভাগ মুয়েলারের তদন্ত ঘিরে অপরাধ তদন্ত চালু করেছে। এতে ইতিমধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে, নিজের ইচ্ছামতো অপরাধী মনে করা ব্যক্তিদের বিরুদ্ধে  বিচার বিভাগকে ব্যবহার করছেন ট্রাম্প। এ খবর দিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

সর্বশেষ খবর