শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
অ ন্য খ ব র

মশা মারতে ড্রোন

মশা মারতে ড্রোন

মশার লার্ভার খোঁজ করে সেগুলোর বিনাশ করতে একটি ড্রোন সংগ্রহ করেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা পৌরসভা। ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের বিস্তার রোধে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক শীর্ষ কর্মকর্তা এমন খবর নিশ্চিত করেছেন। পরীক্ষামূলক ড্রোনটির নাম দেওয়া হয়েছে ‘বিনাশ’। আর তা ২০ তলা ভবনের উচ্চতা পর্যন্ত উড়তে সক্ষম হবে বলে জানা গেছে। এ বিষয়ে কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, ‘আমাদের কর্মীরা যেসব জায়গায় যেতে পারবেন না; সেসব জায়গায় ড্রোনটি যেতে পারবে।’ তিনি আরও বলেন, ‘ড্রোনটির একটি রোবোটিক হাত রয়েছে; যা পানি ও স্থল থেকে নমুনা সংগ্রহ করতে পারবে। এ নমুনাগুলো পরীক্ষা করার পর যদি দেখতে পাই কোথাও মশার প্রজনন ক্ষেত্র রয়েছে; তাহলে ওই জায়গায় আমাদের কর্মীরা কীটনাশক স্প্রে করবে। এ ছাড়া কীটনাশক সংরক্ষণের জন্য একটি ড্রোনের সঙ্গে ধারক যুক্ত থাকবে।’ কলকাতায় চলতি বছরে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় বেশ কয়েকজন নাগরিক মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে এমন উদ্যোগ নেওয়া হলো।

গলফ নিউজ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর