বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ফের পরমাণু অস্ত্র পরীক্ষার ঘোষণা কিমের

ফের পরমাণু অস্ত্র পরীক্ষার ঘোষণা কিমের

কিম জং উন এক কথার মানুষ। পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধ রাখার যে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি, আশা করি সেটা বজায় রেখে চলবেন। উত্তর কোরিয়ার নেতা সম্পর্কে মঙ্গলবার এ কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই হুঙ্কার ছুড়লেন কিম। জানিয়ে দিলেন, তার দেশের সঙ্গে পারমাণবিক অস্ত্রমুক্তকরণ আলোচনা নতুন করে শুরু করার এক বছরের সময়সীমা মিস করেছে যুক্তরাষ্ট্র। তাই এখন নতুন কৌশলের অস্ত্র চালু করবে তার দেশ। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির নীতিনির্ধারণী কমিটির চার দিনের সম্মেলনে এ ঘোষণা দেন কিম।

সর্বশেষ খবর