শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মার্কিন নিষেধাজ্ঞায় পরমাণু কর্মসূচি বন্ধ হবে না : ইরান

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহাংজ কামালবান্দি। ইরানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার পর তিনি এ ঘোষণা দেন।

উল্লেখ্য, ৩০ জানুয়ারি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পদ নিয়ন্ত্রণ সংস্থা ও দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় বেহরুজ কামালবান্দি বলেন, দেশের চাহিদা অনুযায়ী পুরো শক্তি প্রয়োগ করে পরমাণু কর্মসূচি চলবে। মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে অবৈধ ও আক্রোশমূলক নীতি অব্যাহত রেখে আলী আকবর সালেহির নাম নিষেধাজ্ঞার আওতায় রেখেছে।

 

সর্বশেষ খবর