সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

‘রং ফর্সাকারী’ ক্রিমের বিজ্ঞাপনে ৫ বছর জেল

আপত্তিজনক বিজ্ঞাপন আইনের একটি সংশোধনী প্রস্তাব করতে যাচ্ছে ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। এ প্রস্তাবে রং ফর্সাকারী ক্রিম, যৌন ক্ষমতাবর্ধক, বন্ধ্যাত্ব দূর, বার্ধক্য নিরাময়, চুল সাদা হওয়া বন্ধ করা এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ানোর ‘জাদুকরি’ ওষুধের বিজ্ঞাপনে ৫ বছর পর্যন্ত কারাদন্ড এবং ৫০ লাখ রুপি জরিমানার বিধান রাখার কথা বলা হয়েছে। খসড়া এ বিলে ১৯৫৪ সালের আগের আইনটির সঙ্গে বেশকিছু নতুন রোগ, ব্যাধি ও শারীরিক পরিস্থিতির বিষয় যুক্ত করার কথাও বলা হয়েছে। প্রস্তাব করা হয়েছে তালিকাভুক্ত ৭৮টি  রোগব্যাধির ওষুধ, ‘জাদুকরি প্রতিকার’ ও এ সংক্রান্ত উপাদানের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা দেওয়ার। ভারত বলছে, সময় ও প্রযুক্তির সঙ্গে তাল মেলাতেই আইনের এ সংশোধন। বিলটি উত্থাপনের আগে এ নিয়ে জনসাধারণ ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত, পরামর্শ ও আপত্তিও শুনবে তারা।

সর্বশেষ খবর