মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভারতের ১০ হাজার কোটি রুপি পাওনা মিটাল এয়ারটেল

ভারত সরকারকে ১০ হাজার কোটি রুপি দিল  দেশটির অন্যতম বেসরকারি মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান ভারতি এয়ারটেল। এই অর্থ এতদিন বকেয়া ছিল। প্রতিষ্ঠানটি জানায়, টেলিনর ও ভারতি হেক্সাকমের পক্ষ থেকে মোট ১০ হাজার কোটি রুপি পরিশোধ করা হয়েছে। সম্প্রতি বকেয়া আদায়ে বিলম্বের জন্য ভারতীয় সুপ্রিম কোর্টের ক্ষোভের মুখে পড়ে দেশটির টেলিযোগাযোগ বিভাগ (ডিওটি)। গত শুক্রবার বকেয়া পরিশোধের জন্য ভারতি টেলিকম, ভোডাফোন আইডিয়ার মতো প্রতিষ্ঠানগুলোকে নোটিস দেওয়া শুরু করে তারা।

সর্বশেষ খবর