শনিবার, ৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

গায়ে কাঁটা দেওয়া দৃশ্য

গায়ে কাঁটা দেওয়া দৃশ্য

চিকন একটি দড়ি। তার ওপর এক ব্যক্তি আস্তে আস্তে হেঁটে চলছেন। নিচে গনগনে আগুন। পড়লে মুহূর্তেই গলে যাবেন। তবে কিছুই হয়নি মার্কিন ‘দুঃসাহসী’ নিকওয়ালেন্ডার। তিনি দিব্বি দড়ির ওপর হেঁটে পার হয়েছেন নিকারাগুয়ার সক্রিয় ‘মাসায়া’ আগ্নেয়গিরি। বুধবার এই কান্ড করেন তিনি। গোটা ঘটনা ১৭টি ক্যামেরা ও চারটি ড্রোনে ক্যামেরাবন্দী করা হয়। আর  ড্রোনের যে ছবি উঠেছে তা দেখে গায়ে কাঁটা দেওয়ার জোগাড়। বিশ্বে মোট আটটি এমন সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যার উত্তপ্ত লাভার  হ্রদ দেখা যায়। মাসায়া তাদের মধ্যে একটি। এটি ৬৩৫ মিটার উঁচুতে, নিকারাগুয়ার রাজধানী মানাগুয়া থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। এই আগ্নেয়গিরি থেকে ক্রমাগত বিষাক্ত গ্যাস উঠতে থাকে। সক্রিয় এই মাসায়া আগ্নেয়গিরির ওপর দিয়ে হেঁটে যান নিকওয়ালেন্ডা। যদিও এই  অভিযানের আগে সতর্কতামূলক পোশাক পরেন নিক। পোশাকের সঙ্গে হুক দিয়ে একটি দড়ি আটকে রাখা হয়, যাতে কোনোভাবে পা পিছলে লাভায় গিয়ে না পড়েন। তবে সে পরিস্থিতি তৈরি হয়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর