আফগানিস্তানের রাজধানী কাবুলে শিখ সম্প্রদায়ের উপাসনালয় গুরুদুয়ারায় জঙ্গি হামলা হয়েছে। গতকাল সকালে উপাসনালয়ে প্রার্থনার সময় সশস্ত্র এক জঙ্গি প্রায় দেড়শ ব্যক্তিকে জিম্মি করে। এরপর নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলে ২৫ জন নিহত এবং আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি আরও জানায়, এরপর আরও চার অস্ত্রধারী গুরুদুয়ারার মূল উপাসনালয়ের বিভিন্ন কক্ষে ঢুকে গুলি চালায়। জঙ্গি গোষ্ঠী আইএস হামলার দায় স্বীকার করেছে। আফগানিস্তানের শিখ সম্প্রদায়ের সংসদ সদস্য নরেন্দ্র সিং খালসা সংবাদ সংস্থা ডিপিএ-কে পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন। তিনি বলেন, নিহতদের বেশির ভাগই ছিলেন নারী ও শিশু। তারা সকালে প্রার্থনার জন্য গুরুদুয়ারায় এসেছিলেন। আন্তর্জাতিক বাহিনীর সহযোগিতায় কয়েক ঘণ্টার প্রচেষ্টায় বন্দীদের উদ্ধার করে আফগান বিশেষ বাহিনী। সেখান থেকে মোট ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। আফগানিস্তানে সংখ্যালঘু শিখ সম্প্রদায় এর আগেও হামলার শিকার হয়েছে। ২০১৮ সালে নাঙ্গারহার প্রদেশে আইএস হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছিল, যাদের মধ্যে শিখই ছিল বেশি। সেই ঘটনার পর অনেক শিখ আফগানিস্তান ছেড়ে চলে যান। একই বছর জুলাই মাসে জালালাবাদে হিন্দু ও শিখ সম্প্রদায়ের ওপর আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। আনারকলি হোনারইয়ারের মতে, বর্তমানে রাজধানী কাবুল ছাড়াও নাঙ্গারহার ও দক্ষিণ-পূর্বে গানিজ প্রদেশে সব মিলিয়ে শিখ সম্প্রদায়ের হাজারখানেক মানুষ অবশিষ্ট রয়েছেন। করোনাভাইরাসের কারণে আফগানিস্তানও সংকটে পড়েছে। এর মধ্যে সে দেশে কমপক্ষে ৭৪ জন আক্রান্ত হয়েছে। সরকার ও প্রশাসন পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে। এরই মধ্যে আইএস গোষ্ঠীর হিংসাত্মক কার্যকলাপ চলছে।
শিরোনাম
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
কাবুলে শিখ উপাসনালয়ে জঙ্গি হামলা, নিহত ২৫
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর