আফগানিস্তানের রাজধানী কাবুলে শিখ সম্প্রদায়ের উপাসনালয় গুরুদুয়ারায় জঙ্গি হামলা হয়েছে। গতকাল সকালে উপাসনালয়ে প্রার্থনার সময় সশস্ত্র এক জঙ্গি প্রায় দেড়শ ব্যক্তিকে জিম্মি করে। এরপর নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলে ২৫ জন নিহত এবং আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি আরও জানায়, এরপর আরও চার অস্ত্রধারী গুরুদুয়ারার মূল উপাসনালয়ের বিভিন্ন কক্ষে ঢুকে গুলি চালায়। জঙ্গি গোষ্ঠী আইএস হামলার দায় স্বীকার করেছে। আফগানিস্তানের শিখ সম্প্রদায়ের সংসদ সদস্য নরেন্দ্র সিং খালসা সংবাদ সংস্থা ডিপিএ-কে পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন। তিনি বলেন, নিহতদের বেশির ভাগই ছিলেন নারী ও শিশু। তারা সকালে প্রার্থনার জন্য গুরুদুয়ারায় এসেছিলেন। আন্তর্জাতিক বাহিনীর সহযোগিতায় কয়েক ঘণ্টার প্রচেষ্টায় বন্দীদের উদ্ধার করে আফগান বিশেষ বাহিনী। সেখান থেকে মোট ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। আফগানিস্তানে সংখ্যালঘু শিখ সম্প্রদায় এর আগেও হামলার শিকার হয়েছে। ২০১৮ সালে নাঙ্গারহার প্রদেশে আইএস হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছিল, যাদের মধ্যে শিখই ছিল বেশি। সেই ঘটনার পর অনেক শিখ আফগানিস্তান ছেড়ে চলে যান। একই বছর জুলাই মাসে জালালাবাদে হিন্দু ও শিখ সম্প্রদায়ের ওপর আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। আনারকলি হোনারইয়ারের মতে, বর্তমানে রাজধানী কাবুল ছাড়াও নাঙ্গারহার ও দক্ষিণ-পূর্বে গানিজ প্রদেশে সব মিলিয়ে শিখ সম্প্রদায়ের হাজারখানেক মানুষ অবশিষ্ট রয়েছেন। করোনাভাইরাসের কারণে আফগানিস্তানও সংকটে পড়েছে। এর মধ্যে সে দেশে কমপক্ষে ৭৪ জন আক্রান্ত হয়েছে। সরকার ও প্রশাসন পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে। এরই মধ্যে আইএস গোষ্ঠীর হিংসাত্মক কার্যকলাপ চলছে।
শিরোনাম
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন
- বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন পরিপত্র
- নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
- ক্লাস-পরীক্ষা বর্জন করে জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে তালা
- ক্যালগেরির সংগীত সন্ধ্যায় প্রবাসীদের মাতালেন মিনার-মিলা
- মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা
- ভারতের রাজ্যসভায় মনোনীত চার সাংসদের নাম ঘোষণা
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
- জুলাই শহীদদের স্মরণে খাবার বিতরণ করল শুভসংঘ বেরোবি শাখা
- অন্নদা স্কুলের দেড়শ বছর উদযাপনের কার্যক্রমের উদ্বোধন
- রাজধানীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
- ভালুকায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
- চলে গেলেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও
- যে কারণে কমেডিয়ান রোজির নাগরিকত্ব কেড়ে নিতে চান ট্রাম্প
- বনানীতে সড়ক অবরোধ সিএনজি চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
কাবুলে শিখ উপাসনালয়ে জঙ্গি হামলা, নিহত ২৫
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর