সোমবার, ৩০ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনা সংকটে অবসাদ! আত্মঘাতী জার্মান মন্ত্রী

রেললাইনের উপর থেকে উদ্ধার হলো জার্মানির এক মন্ত্রীর ছিন্নভিন্ন দেহ। ধারণা করা হচ্ছে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থেকে তিনি আত্মহত্যা করেছেন। তার নাম থমাস  শেফার। জার্মানির হেসে প্রদেশের অর্থমন্ত্রী ছিলেন তিনি। শনিবার ফ্রাঙ্কফুর্ট এবং মাইনজের মধ্যবর্তী হোচাইম শহরে হাইস্পিড  ট্রেন লাইনের উপর থেকে শেফারের ছিন্নভিন্ন  দেহটি উদ্ধার হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, করোনার প্রকোপ থেকে অর্থনীতিকে কীভাবে বাঁচাবেন তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন ৫৪ বছরের শেফার। করোনা  ঠেকাতে আর্থিক সহায়তা নিয়ে সম্প্রতি বিবৃতিও দিতে  দেখা যায় তাকে। দীর্ঘ ১০ বছর হেসের অর্থমন্ত্রকের দায়িত্ব সামলেছেন শেফার। কীভাবে করোনা পরিস্থিতির মোকাবিলা করা যায়, তা নিয়ে দিন-রাত তিনি কাজ করছিলেন।

 বলেও জানান প্রদেশটির প্রধান বুফিয়ের। তিনি বলেন, ‘নিশ্চয়ই দুশ্চিন্তায় ভুগছিলেন উনি। এই কঠিন সময়ে ওঁর মতো একজনকে খুব দরকার ছিল আমাদের।’ চ্যান্সেলর অ্যাজেলা মের্কেলের সেন্টার রাইট ক্রিস্টিয়ান  ডেমোক্র্যাটস (সিডিইউ)-এর সদস্য ছিলেন শেফার।

সর্বশেষ খবর