আফগানিস্তানে একটি নিউজ চ্যানেলের গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় দেশটির কাবুল শহরে এ ঘটনা ঘটে। এতে এক সাংবাদিকসহ দুজন নিহত হয়েছেন। অপরজন চ্যানেলের টেকনিশিয়ান বিভাগের কর্মী। আহত হয়েছেন আরও অন্তত সাতজন। খবর আলজাজিরা, মিডলইস্ট আই।
আফগান টিভি চ্যানেলটির প্রধান নির্বাহী জানান, বেসরকারি বাসটিতে তাদের চ্যানেলের কর্মীরাই ছিলেন। আহত সাতজনের মধ্যে ছয়জনই সাংবাদিক। বাকি একজন বাসটির চালক। তবে এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। এক বিবৃতিতে তালেবান জানায়, কোনো তালেবান যোদ্ধা এ ঘটনার সঙ্গে যুক্ত নয়।