মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

করোনা : শ্রীলঙ্কায় পার্লামেন্ট বন্ধ

পার্লামেন্ট চত্বরের ভিতরে একজন পুলিশ কর্মকর্তার দেহে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীলঙ্কার পার্লামেন্ট। দেশটিতে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে পূর্ব সতর্কতা হিসেবে দুদিনের জন্য পার্লামেন্ট বন্ধ করা হয়েছে। এ সময়ে পালামেন্ট ভবনকে জীবাণুমুক্ত করা হবে বলে জানিয়েছেন পার্লামেন্টের সার্জেন্ট নরেন্দ্র ফার্নান্দো। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। গত ফেব্রুয়ারির পর করোনা সংক্রমণ রোধে যে সব দেশ সফল তাদের মধ্যে অন্যতম শ্রীলংকা। কিন্তু এ মাসের শুরুর দিকে শ্রীলঙ্কায় নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে থাকে। রাজধানী কলম্বোর কাছে একটি গার্মেন্ট কারখানায় নতুন ক্লাস্টার বা করোনা সংক্রমণের গুচ্ছ পাওয়া গেছে।

সর্বশেষ খবর