শিরোনাম
সোমবার, ২৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ভারতে শুরু হচ্ছে রাশিয়ার টিকা ‘স্পুটনিক-৫’ পরীক্ষা

করোনাভাইরাসের টিকা প্রথম আবিষ্কার করেছে রাশিয়া। নাম দিয়েছে ‘স্পুটনিক-৫’। কিন্তু সেই টিকা নিয়ে তেমন হইচই না হলেও ভারতে এই টিকার হিউম্যান ট্রায়াল বা মানুষের ওপর পরীক্ষা শুরু হচ্ছে দু-এক দিনের মধ্যে। হিন্দুস্তান টাইমস ভারত সরকারের একজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, মানুষের ওপর এই টিকার পরীক্ষা শুরুর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ও অনুমোদন সম্পন্ন হয়েছে। এ ক্ষেত্রে বিশেষ করে বাধ্যতামূলক রেগুলেটরি অনুমোদন। তাও নেওয়া হয়েছে। ফলে এ সপ্তাহেই এই টিকার পরীক্ষা শুরু হচ্ছে ভারতে। ভারতের নীতি আয়োগ স্বাস্থ্য বিষয়ক সদস্য ড. ভিকে পাল বলেছেন, এতে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষা করা হবে। এ জন্য আমরা ড্রাগ রেগুলেটরদের কাছ থেকে অনুমোদন নিয়েছি। উল্লেখ্য, সারা বিশ্ব যখন করোনাভাইরাস মহামারীতে হাবুডুবু খাচ্ছে, করোনার টিকা নিয়ে প্রতিযোগিতা চলছে বিজ্ঞানীদের মধ্যে, তখন একেবারে সবার আগেই রাশিয়া ঘোষণা দেয় তাদের উৎপাদিত টিকা ‘স্পুটনিক-৫’ পরীক্ষা সফল প্রমাণিত হয়েছে। তবে যথাযথ পরীক্ষা ছাড়াই এই টিকার কার্যকারিতা নিয়ে সারা বিশ্বের বিজ্ঞানী ও অভিজ্ঞরা সংশয় প্রকাশ করেছেন। মস্কোভিত্তিক গ্যামালেয়া ইনস্টিটিউট তৈরি করেছে স্পুটনিক-৫। রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) এরই মধ্যে ভারতের বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ড. রেড্ডিস ল্যাবরেটরিজের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর