শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

‘এলিয়েন আছে, ট্রাম্প বিষয়টি জানেন’

দাবি ইসরায়েলি মহাকাশ বিজ্ঞানীর

‘এলিয়েন আছে, ট্রাম্প বিষয়টি জানেন’

মহাকাশ বিজ্ঞানী হাইম এশেদ, বয়স ৮৭ বছর। ইসরায়েল মহাকাশ বিজ্ঞান সংস্থার সাবেক এই প্রধান দাবি করেছেন, এলিয়েনের অস্তিত্ব আছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এলিয়েনদের বিষয়ে জানেন। এনবিসি নিউজের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল মহাকাশ সংস্থার প্রাক্তন প্রধান হাইম এশেদ দেশটির সংবাদমাধ্যম ইয়েদিওত আহরোনতকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ভিনগ্রহে সত্যিই প্রাণী রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এলিয়েনদের বিষয়ে জানেন। অবসরপ্রাপ্ত মহাকাশ বিজ্ঞানী হাইম এশেদ বলেছেন, এলিয়েনরাও মানবসভ্যতা সম্পর্কে জানতে সমানভাবে আগ্রহী। তারা মহাবিশ্ব সম্পর্কে বোঝার চেষ্টা করেছিল। তিনি আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিজ্ঞানীদের সঙ্গে এলিয়েনদের যোগাযোগ রয়েছে। এটি নতুন নয়, বহু বছর ধরে যোগাযোগ রয়েছে। হাইম এশেদ দাবি করেছেন, ভিনগ্রহের প্রাণীরা নিজেদের অস্তিত্বকে জগতের সামনে আনতে চায় না। কারণ মানবজাতি এর জন্য প্রস্তুত নয়। সাক্ষাৎকারে মহাকাশ বিজ্ঞানী আরও জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিনগ্রহের প্রাণীদের সম্পর্কে জানেন এবং একটা সময় তিনি তথ্য প্রকাশের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। তবে মানুষ আতঙ্কিত হবে বলে ভিনগ্রহের প্রাণীরা তাঁকে এটি করতে নিষেধ করে। অবসরপ্রাপ্ত মহাকাশ বিজ্ঞানী বলেছেন, মঙ্গল গ্রহের মাটির নিচে যুক্তরাষ্ট্রের মহাকাশচারী ও বিজ্ঞানীদের সঙ্গে তাদের সহযোগিতা চুক্তি হয়েছে। তারা আমাদের নিয়ে এখানে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য একটি চুক্তি সই করেছে। ‘গ্যালাকটিক ফেডারেশন’ নামক একটি সংস্থার কথা উল্লেখ করে মহাকাশ বিজ্ঞানী দাবি করেছেন, এই মুহূর্তে মঙ্গলের মাটির নিচে একটি গুরুত্বপূর্ণ গবেষণা করছেন এলিয়েনরা।

 

সর্বশেষ খবর