মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১ ০০:০০ টা

সংকটে অ্যাঙ্গেলা মেরকেল

সংকটে অ্যাঙ্গেলা মেরকেল

জার্মানিতে আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ নির্বাচন। তার আগে জার্মান জনগণের মনের ভাব যাচাই করতে অনুষ্ঠিত হয়েছে ব্যাডেন উইর্থেমবার্গ ও পার্শ্ববর্তী রাইনল্যান্ড পালাটিনেট রাজ্যে নির্বাচন। কিন্তু দুটি রাজ্যেই চ্যান্সেলর মেরকেলের রক্ষণশীল দলের ভরাডুবি হয়েছে। ফলে মেরকেলের বিদায়ের পর আগামী সাধারণ নির্বাচনে রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা বাড়ছে। সাধারণ নির্বাচনের মাত্র ছয় মাস আগে দু-দুটি গুরুত্বপূর্ণ রাজ্যে ভরাডুবির ধাক্কা জার্মানির সরকারের প্রধান শরিক দলকে দিশাহারা করে তুলেছে। মেরকেলের বিদায়ের সঙ্গে সঙ্গে ১৬ বছর পর দলের হাত থেকে চ্যান্সেলর পদও হাতছাড়া হওয়ার আশঙ্কা বাস্তব হয়ে উঠেছে।

সর্বশেষ খবর