রবিবার, ২১ মার্চ, ২০২১ ০০:০০ টা

ভারি বৃষ্টি, বন্যায় বিপর্যস্ত অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ভারী বৃষ্টিপাতের পর সৃষ্ট বন্যায় কয়েকটি এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য করেছে। গতকাল  দ্রুতগতিতে এগোতে থাকা বন্যার পানিতে অসংখ্য বাড়িঘর ও রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কয়েকটি শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। কাটা পড়েছে বিদ্যুতের লাইনও। বড় একটি বাঁধ থেকে পানি উপচে পড়ায় এবং ছোটখাটো একটি টর্নেডো শহরের পশ্চিম দিকে তা ব চালানোর পর সিডনির কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরে থাকার অনুরোধ জানিয়েছে। নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের উপকূলের বেশির ভাগ অংশ এবারের মার্চে রেকর্ড বৃষ্টিপাত দেখেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অস্ট্রেলিয়ার আড়াই কোটি জনগোষ্ঠীর এক তৃতীয়াংশই এনএসডব্লিউতে বাস করে।

সর্বশেষ খবর