মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

অস্ট্রেলিয়ায় শত বছরের ভয়াবহ বন্যা

অস্ট্রেলিয়ায় শত বছরের ভয়াবহ বন্যা

অস্ট্রেলিয়ার দক্ষিণপূর্ব অঞ্চলে স্থানীয় সময় গতকাল আবার ভারি বৃষ্টি হয়েছে। ১০০ বছরে এমন অবস্থা দেখে অস্ট্রেলিয়া। গোটা দেশ এখন থইথই পানির নিচে। এর মধ্যে চলছে ভারি বৃষ্টি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিনের ভারি বৃষ্টিপাতে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্য, রাজধানী সিডনির আশপাশে এবং কুইন্সল্যান্ডের নদীর পানি ও বাঁধগুলো উপচে পড়ছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিউ সাউথ ওয়েলসে ২৫ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ বলছে বন্যার এমন অবস্থা হয়েছিল ১০০ বছর আগে ১৯২০ সালে।

 

সর্বশেষ খবর