শিরোনাম
সোমবার, ১২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা
পশ্চিমবঙ্গ নির্বাচন

এক দিনে ১২৬ বার ‘দিদি’ ডাকলেন মোদি

এক দিনে ১২৬ বার ‘দিদি’ ডাকলেন মোদি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বিজেপি। শনিবার রাজ্যের দুই সমাবেশে অংশ নেন বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিলিগুড়িতে বক্তব্য রাখেন ৪৪ মিনিট আর কৃষ্ণনগরে ৩৪ মিনিট। আর এরমধ্যেই মোট ১২৬ বার মোদির গলায় শোনা যায় ‘দিদি’ ডাক। অবশ্য মোদির গলায় ‘দিদি’ ডাক শুনতে অবশ্য মানুষ অভ্যস্ত হয়ে গেছে। ২০১৪ সাল থেকে বাংলায় রাজনৈতিক মঞ্চ পেলেই ‘দিদি’, ‘দিদি’ করেন মোদি। তবে ২০২১-এর নির্বাচনী লড়াইয়ে বাংলায় সেই ডাক ও সুর যেন নতুন মাত্রা পেয়েছে। শনিবার দুই বক্তব্যে কতবার দিদি বলেছেন মোদি তা গুণে দেখেছে আনন্দবাজার। দেখা গেছে, শিলিগুড়িতে ৪৪ মিনিটে ৬৮ বার আর কৃষ্ণনগরে ৩৪ মিনিটে ৫৮ বার দিদি ডেকেছেন তিনি। মোদির এমন ডাক নিয়ে কটাক্ষ করেছেন মমতা ব্যানার্জি। মঙ্গলবার উত্তরবঙ্গের এক জনসভায় দেওয়া ভাষণে মমতা বলেন, “উনি রোজ ‘দিদি’, ‘ও দিদি’ বলে ব্যঙ্গ করছেন। আমার তাতে কোনো সমস্যা নেই।’

আমার গুরুত্ব রয়েছে বলেই এসব করছেন।”

সর্বশেষ খবর