রবিবার, ৩০ মে, ২০২১ ০০:০০ টা

কানাডার স্কুল থেকে ২১৫ শিশুর দেহাবশেষ উদ্ধার

কানাডার স্কুল থেকে ২১৫ শিশুর দেহাবশেষ উদ্ধার

কানাডায় একটি সাবেক আদিবাসী স্কুলের জায়গায় বিশাল গণকবরের সন্ধান পাওয়া গেছে। দেশটির  পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলম্বিয়ার কামলুপস এলাকার একটি পরিত্যক্ত আবাসিক স্কুলভবন থেকে ২১৫ জন আদিবাসী রেড ইন্ডিয়ান শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া দেহাবশেষগুলোর মধ্যে তিন বছর বয়সী শিশুদের দেহাবশেষও আছে। শুক্রবার কানাডার বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনাটিকে গভীর শোকাবহ ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন।

এক টুইটবার্তায় জাস্টিন ট্রুডো বলেন, ‘কামলুপসে শিশুদের দেহাবশেষ উদ্ধারের সংবাদে আমার হৃদয় ভেঙে গেছে। আমাদের দেশের ইতিহাসের অন্ধকার ও লজ্জাজনক অধ্যায়ের একটি নমুনা এ ঘটনা। আমার ধারণা, এ দেশের বেশির ভাগ মানুষের মানসিক অবস্থাও এখন আমার মতোই। আমরা সবসময় দেশের আদিবাসীদের পাশে আছি।’ পঞ্চদশ শতকে স্পেনীয় অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস যখন প্রথম ইউরোপীয় হিসেবে আমেরিকায় পৌঁছেছিলেন, তখন তিনি ভুলক্রমে ভেবেছিলেন যে ভারতে উপস্থিত হয়েছেন। সেখানকার স্থানীয় অধিবাসীদের তিনি অভিহিত করেছিলেন ‘ইন্ডিয়ান’ হিসেবে। বিবিসি ও এএফপি

সর্বশেষ খবর