শনিবার, ৫ জুন, ২০২১ ০০:০০ টা

দ্বিতীয় উপন্যাসেই বুকার পেলেন প্রথম ফরাসি

দ্বিতীয় উপন্যাসেই বুকার পেলেন প্রথম ফরাসি

ম্যান বুকার পুরস্কার পেলেন ডেভিড ডিওপ। তিনি ফরাসি সাহিত্যিক। ডিওপই প্রথম ফরাসি সাহিত্যিক যিনি এই পুরস্কার পেলেন। তিনি বুকার পেয়েছেন তাঁর ‘অ্যাট নাইট, অল বাড ইস ব্যাক’-উপন্যাসের জন্য। এটি তাঁর লেখা দ্বিতীয় উপন্যাস। উপন্যাসের কাহিনি তৈরি হয়েছে ডিওপের প্রপিতামহের প্রথম বিশ্বযুদ্ধের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে।

২০২১ সালের বুকার পুরস্কারের জন্য মোট পাঁচটি বই চূড়ান্ত তালিকায় ছিল। শেষ পর্যন্ত বিচারকেরা ডিওপের অ্যাট নাইট, অল বাড ইস ব্যাক উপন্যাসকেই বেছে নেন সেরা হিসাবে। বইতে লেখক তথা সাহিত্যের অধ্যাপক ডেভিড একজন তরুণের কথা বলেছেন, যিনি প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের হয়ে লড়েছিলেন। বিচারকদের তরফে বলা হয়েছে, এই গল্পটি প্রবল শক্তিধর দেশগুলোর যুদ্ধ, ভালোবাসার কাহিনি। আমরা মনে করেছি যে, এই উপন্যাস মনের মধ্যে এক নতুন অনুভূতির জন্ম দেয়।

বিবিসিকে ডেভিড ডিওপ সম্প্রতি বলেছেন, আমার প্রপিতামহ যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে তাঁর স্ত্রী বা মাকে কিছু বলতেন না। তাই আমি বিষয়টি জানতে আরও উৎসুক হয়ে পড়ি। তিনি আমাকে সে সব কথা বলেন। তার ভিত্তিতেই এই উপন্যাস।

সর্বশেষ খবর