সোমবার, ১৪ জুন, ২০২১ ০০:০০ টা

সিরিয়ার হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা নিহত ১৬

সিরিয়ার আফরিন শহরের একটি হাসপাতালে হামলায় অন্তত ১৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিষিদ্ধ সন্ত্রাসীগোষ্ঠীর সদস্যরা অতর্কিত এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তুরস্ক। তুরস্ক কর্তৃপক্ষের দাবি, কুর্দি পিপল’স প্রটেকশন ইউনিটস (ওয়াইপিজি) এবং কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্যরা এই হামলা চালিয়েছে। আনাদোলু এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সিরিয়ার একটি হাসপাতালে হঠাৎ ক্ষেপণাস্ত্র ও কামান হামলার চালায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন। হাসপাতালে হামলার ঘটনায় অন্তত ১৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২৭ জনের বেশি আহত হয়েছে। যদিও এ হামলায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। ঘটনার প্রকৃত কারণ বের করতে তদন্ত শুরু করেছে তুরস্ক কর্তৃপক্ষ। রাশিয়া এক বিবৃতিতে জানিয়েছে, এটি সন্ত্রাসী গোষ্ঠী ওয়াইপিজি এবং পিকেকে’র হামলা। বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা কাপুরুষোচিত হামলা।

সর্বশেষ খবর