বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১ ০০:০০ টা

ব্রিটিশ যুদ্ধজাহাজ লক্ষ্য করে বোমা ছুড়ল রাশিয়া

কৃষ্ণ সাগরে রুশ নৌসেনার প্যাট্রল শিপ ও ফাইটার জেট এসইউ-২৪ থেকে পর পর চারটি বোমা ছোড়া হলো ব্রিটিশ যুদ্ধজাহাজকে লক্ষ্য করে। গতকাল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। রাশিয়ার অভিযোগ, ডেস্ট্রয়ারটি ক্রিমিয়ার কাছে রাশিয়ার সমুদ্রসীমায় ঢুকে পড়েছিল। তাই সতর্কতাসূচক গোলা ছোড়া হয়েছে। তবে এই দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাজ্য। তারা বলছে, ডেস্ট্রয়ারটির দিকে কোনো গোলা ছোড়া হয়নি। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে রাশিয়া। তবে এই অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি বিশ্ব। মস্কো জানিয়েছে, অভিযানে একটি ফাইটার জেট চারটি বোমা ফেলেছে।

সর্বশেষ খবর