রবিবার, ২৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

ক্ষমা চাইলেন সেই জার্মান সাংবাদিক

ক্ষমা চাইলেন সেই জার্মান সাংবাদিক

গত সপ্তাহের প্রবল বন্যাকবলিত একটি গ্রামে রিপোর্টিংয়ের সময় পোশাকে লাগা কাদার গন্ধ শুঁকার সময় ভিডিওতে ধরা পড়ার পর ক্ষমা চেয়েছেন এক জার্মান উপস্থাপক। ওই শহর থেকে পরিষ্কার কাপড়ে রিপোর্টিংয়ের জন্য লজ্জা পেয়েছেন বলে জানিয়েছেন সুসানা ওহেলান (৩৯) নামের এই সাংবাদিক। সম্প্রচারমাধ্যম আরটিএল জানিয়েছে, ভিডিওটি ভাইরাল হয়ে পড়ার পর স্টান্ডার্ড ভঙ্গ করায় এই সাংবাদিককে বরখাস্ত করা হয়েছে। বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত সপ্তাহে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার ব্যাড মানস্ট্রিফিলে ভয়াবহ বন্যায় বহু বাড়িঘর বিধ্বস্ত এবং অনেকে নিহত হয়।

ওই এলাকায় রিপোর্টিংয়ে যান সুসানা ওহেলান। তিনি দাবি করেছেন, গত সোমবার আরটিএলের গুড মর্নিং জার্মানি অনুষ্ঠান ধারণের আগে উদ্ধার তৎপরতায় সহায়তা করেছেন। তবে সরাসরি সম্প্রচারে যাওয়ার আগে পোশাকে লেগে যাওয়া কাদায় বিরক্ত হয়ে গন্ধ শোঁকেন তিনি। সুসানা ওহেলান জানিয়েছেন, কোনো চিন্তা ছাড়াই এই কাজ করে তিনি লজ্জিত।

সর্বশেষ খবর