শুক্রবার, ৩০ জুলাই, ২০২১ ০০:০০ টা

ধর্ষিতার ‘চরিত্র’ নিয়ে প্রশ্ন গোয়ার মুখ্যমন্ত্রীর

ভারতের গোয়ার সমুদ্রসৈকতে ১৪ বছরের দুটি মেয়েকে ধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্যটির বিধানসভা। তার মধ্যেই গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত প্রশ্ন তুলেছেন, রাতে সৈকতে মেয়েরা কেন ঘোরে? বিরোধীদের অভিযোগ, আইনশৃঙ্খলার দিকে নজর না দিয়ে মেয়েদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিধানসভায় বাদল অধিবেশনে প্রমোদ সাওয়ান্ত বলেন, ‘সমুদ্রসৈকতে পার্টি করতে গিয়েছিল ১০ জন। তাদের মধ্যে ছয়জন বাড়ি ফেরে। কিন্তু বাকি দুটি ছেলে ও দুটি মেয়ে সারা রাত সৈকতে ছিল।

 যখন ১৪ বছরের মেয়েরা সারা রাত সৈকতে কাটায় তখন তাদের অভিভাবকদের উচিত খোঁজ নেওয়া। রাতে মেয়েরা সৈকতে কেন ঘোরে? এটা দেখা আমাদেরও দায়িত্ব। সব দায়িত্ব পুলিশের ওপর ছেড়ে দেওয়া উচিত নয়।’

মুখ্যমন্ত্রীর এ মন্তব্যের সমালোচনা করে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিজয় সরদেশাই বলেন, ‘এটাই তো গোয়া। এখানে সৈকতে আনন্দ করতেই সবাই আসেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার দায়িত্ব থেকে উনার বলা উচিত ছিল আমাদের রাজ্য এত সুরক্ষিত যে আপনারা রাতেও বেড়াতে পারেন। তা না করে উনি মেয়েদের চরিত্র নিয়েই প্রশ্ন তুলছেন। এর ফলে রাজ্যের পর্যটনব্যবস্থা ভেঙে পড়তে পারে।’

গত ২৪ জুলাই গোয়ায় ধর্ষণের ঘটনার পর আসিফ হাতেলি (২১), রাজেশ মানে (৩৩), গজানন্দ চিনচানকর (৩১) ও নীতিন ইয়াব্বল (১৯) নামে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। আর কেউ যুক্ত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর