শনিবার, ৩১ জুলাই, ২০২১ ০০:০০ টা

দুই মাস অন্তর একবার দিল্লিতে আসব : মমতা

দুই মাস অন্তর একবার দিল্লিতে আসব : মমতা

ভারতের পরবর্তী লোকসভা নির্বাচন ২০২৪ সালে, অর্থাৎ বাকি আরও ৩ বছর। কিন্তু এরই মধ্যে যেন লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস প্রধান ও রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্য বিধানসভার নির্বাচনে ব্যাপক সফলতার পর মমতা ব্যানার্জির লক্ষ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচন। সেদিকে তাকিয়েই বিজেপি বিরোধী জোট গঠনের লক্ষ্যে দিল্লি সফরও করেছেন মমতা। গত সোমবার শুরু করা পাঁচ দিনের দিল্লি সফর শেষে গতকাল দিল্লি ছাড়ার আগে গণমাধ্যমের সামনে মমতা নিজেই জানান বিজেপির ওপর চাপ বাড়াতে তার বার্তা ‘নিজের কাজ করে দুই মাস অন্তর একবার করে দিল্লি আসব।’ 

এ ব্যাপারে মমতা এদিন জানান, ‘বিরোধী দলগুলো যদি একজোট হয়, তবে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। সবার সঙ্গে হয়তো আমার দেখা হয়নি, কিন্তু অনেকের সঙ্গেই আমার সাক্ষাৎ হয়েছে। আমার মনে হয় সফর সফল হয়েছে। আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর