মিয়ারমারে অং সান সু চির দল এনএলডি সন্ত্রাসী দল, এই দলের নেতা-কর্মীরাও সন্ত্রাসী। এই অভিমত মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের। যারা ছয় মাস আগে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। ক্ষমতা নেওয়ার ছয় মাস উপলক্ষে জাতির উদ্দেশে বক্তব্য দিয়েছেন সেনাপ্রধান মিন অং হ্লাইং। তিনি জানান, দেশটিতে নির্বাচনের জন্য জনগণকে আরও দুই বছর অপেক্ষা করতে হবে। আর দেশটির বর্তমান সরকার (সেনা সরকার) একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছে। যার প্রধানমন্ত্রী করা হয়েছে তাকে (মিন অং হ্লাইং)। বক্তব্যে তিনি বলেন, আসিয়ান মনোনীত যে কোনা বিশেষ প্রতিনিধির সঙ্গে আলোচন করতে প্রস্তুত বলেও জানিয়েছেন। মিন অং হ্লাইং বলেন, ‘মিয়ানমার আসিয়ানের বিশেষ প্রতিনিধির সঙ্গে সংলাপসহ আসিয়ান কাঠামোর মধ্যে থেকে জোটের সহযোগিতার বিষয়ে কাজ করতে প্রস্তুত।’ গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সরকারকে হটিয়ে ক্ষমতায় বসে সামরিক জান্তা। তারা সু চির বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ আনে। তবে ওই অভিযোগ নাকচ করে দেয় মিয়ানমারের নির্বাচন কমিশন। এরপর থেকে দেশটিতে শুরু হয় সামরিক সরকারবিরোধী বিক্ষোভ। দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির সাম্প্রতিক ঘটনাবলির ওপর নজর রাখা সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্সের (এএপিপি) হিসাবে মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত অন্তত ৬ হাজার ৯৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর হাতে মারা পড়েছে ৯৩৯ জন। টেলিভিশন ভাষণে মিন অং হ্লাইং বলেছেন, ‘২০২৩ সালের আগস্টের মধ্যে আমরা দেশের জরুরি অবস্থা তুলে নেব। কোনো রকম ব্যর্থতা ছাড়াই এই সময়ের মধ্যে বহুদলীয় নির্বাচন আয়োজন করব।’
শিরোনাম
- বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে শীঘ্রই স্টেকহোল্ডারদের সাথে বৈঠক হবে : আমীর হুমায়ুন
- সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৫০ রান
- নির্বাচনকালে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না
- শিক্ষায় পচন এত যে কমিশন করলেই সেরে যাবে না : পরিকল্পনা উপদেষ্টা
- প্লট দুর্নীতি : হাসিনা-পুতুল-জয়ের বিরুদ্ধে আরও ৮ জনের সাক্ষ্য
- সংস্কার কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশে প্রধান উপদেষ্টার আহ্বান
- আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষানির্ভর : আমীর খসরু
- মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের
- ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
- জলবায়ু পরিবর্তন সভ্যতাকে শেষ করবে না : বিল গেটস
- স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে আগামী শিক্ষাবর্ষেও
- টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে জাকের
- অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ৩ টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন রেড্ডি
- মতিঝিল-কমলাপুর অংশে ইলেকট্রো-মেকানিক্যাল কাজে ১৮৫ কোটি টাকা সাশ্রয়
- ‘জেন জি’ উত্যক্তকারীদের ভাষা বুঝতে এআই টুল বানাচ্ছে অস্ট্রেলিয়ার পুলিশ
- দাখিলের অষ্টম শ্রেণিতে বৃত্তির নীতিমালা প্রকাশ
- টেকনাফের গহীন পাহাড়ে জিম্মি থাকা ২৪ জনকে উদ্ধার
- বান্দরবানে তল্লাশি চালিয়ে অননুমোদিত কাঠ ও ফার্নিচার জব্দ
- কর্মস্থলে অনুপস্থিত থাকায় এসপি শাহ নূর বরখাস্ত
- মাভাবিপ্রবির ৩৪ কর্মচারীর দ্রুত নিয়োগ ও বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন
প্রধানমন্ত্রীর চেয়ারে মিয়ানমার জান্তা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর