বুধবার, ১১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

করোনার মতো আরেক ভাইরাস আফ্রিকায় : হু

করোনার মতো আরেক ভাইরাস আফ্রিকায় : হু

ইবোলা ও করোনা ভাইরাসের মতো আরেকটি ভাইরাস ছড়াতে শুরু করেছে আফ্রিকায়। এটির নাম মারবার্গ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলেছে, পশ্চিম আফ্রিকায় এই ভাইরাস ছড়াচ্ছে। গিনিতে এই রোগে আক্রান্ত একজন শনাক্ত হয়েছেন। এটি প্রাণী থেকে মানুষে ছড়ায়। ডব্লিউএইচও বলেছে, ২ আগস্ট গিনির গুয়েকেদৌ এলাকায় একজন মারা যান। ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে জানা যায়, তিনি মারবার্গ ভাইরাসে সংক্রমিত। সংস্থাটি বলেছে, এই ভাইরাস বাঁদুড় থেকে ছড়িয়ে থাকে। এতে মৃত্যুর হার ৮৮ শতাংশ। মারবার্গ ভাইরাস এর আগেও ছড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, এর আগে ১৯৬৭ সালে জার্মানির ফ্রাঙ্কফুর্টেও মারবার্গ ছড়িয়েছিল। এ ছাড়া সার্বিয়ার বেলগ্রেডেও ছড়িয়েছিল ওই ভাইরাস। পরে মারবার্গের নাম অনুসারে এর নামকরণ করা হয়। মূলত পরীক্ষাগারে গবেষণা কাজ করতে গিয়ে এই ভাইরাস ছড়িয়েছিল।

সর্বশেষ খবর