সোমবার, ২৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

অস্ট্রেলিয়ায় লকডাউনবিরোধী ও পুলিশের সংঘর্ষ

অস্ট্রেলিয়ায় লকডাউনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। তাদের থামাতে গিয়ে সংঘাতে জড়িয়েছে দেশটির পুলিশ। সংঘর্ষ হয়েছে মেলবোর্ন ও সিডনির মতো প্রধান শহরগুলোয়। গ্রেফতার করা হয়েছে কয়েক শ আন্দোলনকারীকে। মূলত দেশটিতে বাড়ছে করোনার সংক্রমণ। শনিবারও দেশটিতে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। ওই দিনই দেশটির মেলবোর্ন ও সিডনি শহরে বিধিনিষেধবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুস সম্প্রতি করোনার সংক্রমণ রোধে বিধিনিষেধের ঘোষণা দেন। এতে প্রদেশের অন্য এলাকাগুলোর মতো বিধিনিষেধের আওতায় পড়ে মেলবোর্ন শহরও। এরপর থেকেই শহরটিতে বিক্ষোভ দেখা দেয়। গতকাল বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মরিচের গুঁড়া ছিটিয়েছে পুলিশ। ভিক্টোরিয়া প্রদেশে পুলিশ জানিয়েছে, কোনো বিক্ষোভকারীকে তারা শনাক্ত করতে পারলে ৩ হাজার ৬০০ মার্কিন ডলার জরিমানা করা হবে। নিউ সাউথওয়েলস রাজ্যের সিডনি শহরে বিক্ষোভকারীদের ঠেকাতে দাঙ্গা পুলিশ নামে। রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাড হ্যাজার্ড বলেছেন, নিউ সাউথ ওয়েলসের পরিস্থিতি খুবই গুরুতর। এখন শুধু নিজের কথা ভাবলে চলবে না। রাজ্যের বাসিন্দা ও নিজের পরিবারের কথাও মাথায় রাখতে হবে।

 

সর্বশেষ খবর