শনিবার, ৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মেয়েদের স্কুল খুলে দেওয়ার প্রতিশ্রুতি

মেয়েদের স্কুল খুলে দেওয়ার প্রতিশ্রুতি

আফগানিস্তানের অন্তর্র্বর্তী তালেবান সরকারের শিক্ষামন্ত্রী নুরুল্লাহ মুনির ঘোষণা করেছেন, তার দেশের ছেলে ও মেয়ের স্কুল খুলে দেওয়া হবে। তবে স্কুলগুলো আলাদা আলাদা শিক্ষকের তত্ত্বাবধানে এবং ইসলামী হিজাব পরিধানের ব্যবস্থা রেখে খুলে দেওয়া হবে। বৃহস্পতিবার কাবুলে শিক্ষামন্ত্রীর দেওয়া এক বক্তব্যের উদ্ধৃতি দিয়ে দেশটির বার্তা সংস্থা শাফাকনা এ খবর জানিয়েছে। আফগানিস্তানের অন্তর্র্বর্তী শিক্ষামন্ত্রী বলেন, তালেবান কোনো অবস্থায় নারী শিক্ষার বিরোধী নয় এবং বিষয়টি এর আগেও ঘোষণা করা হয়েছে। নুরুল্লাহ মুনির বলেন, গার্লস স্কুলগুলোর জন্য ইসলামী অনুশাসন মেনে নিরাপদ পরিবেশ সৃষ্টি করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর