মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

কভিড আক্রান্ত হোয়াইট হাউস মুখপাত্র জেন সাকি

কভিড আক্রান্ত হোয়াইট হাউস মুখপাত্র জেন সাকি

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। রবিবার পরীক্ষার ফলাফলে তার করোনা ভাইরাস পজিটিভ আসে বলে এক বিবৃতিতে জানিয়েছেন তিনি। গত মঙ্গলবার সর্বশেষ প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার দেখা হয়েছিল। ৪২ বছর বয়সী সাকি জানিয়েছেন, তিনি টিকা নিয়েছেন এবং তার রোগ লক্ষণ মৃদু।

মঙ্গলবার বাইডেন ও তিনি নিজেদের মধ্যে ছয় ফুট দূরত্ব রেখে ও মুখে মাস্ক পরে দফতরের বাইরে বসেছিলেন বলে জানান তিনি। শনিবার বাইডেনের কভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল আর এর ফল নেগেটিভ এসেছিল বলে বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি জানিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জানামতে বাইডেন জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে হোয়াইট হাউসের প্রধান মুখপাত্র সাকিই তার প্রশাসনের সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা যিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সাকি জানান, চলতি সপ্তাহে বাইডেনের রোম ও গ্লাসগো সফরে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কারণ তার পরিবারের একজন সদস্যের করোনাভাইরাস ধরা পড়েছিল, তারপর থেকে তিনি কোয়ারেন্টাইনে আছেন।

সর্বশেষ খবর