শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

লটারি জিতে মহাকাশে যাচ্ছেন মা-মেয়ে

বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণে নেমেছে ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসনের কোম্পানি ভার্জিন গ্যালাকটিক। এই প্রতিষ্ঠানের দুটি টিকিট লটারিতে জিতেছেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ অ্যান্টিগুয়া ও বারবুডার স্বাস্থ্য পরামর্শক কেইশা শাহাফ। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, ১৭ বছর বয়সী মেয়েকে নিয়ে মহাকাশ ভ্রমণে যাবেন। এএফপির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানির প্রথম পর্যটকবাহী রকেটে মহাকাশে যাওয়ার সুযোগ মিলবে এই টিকিটে। টিকিট দুটির মূল্য ১০ লাখ মার্কিন ডলার। স্থানীয় সময় বুধবার ভার্জিন গ্যালাকটিক ওই নারীর টিকিট জয়ের কথা জানিয়েছে। কেইশা শাহাফ বলেন, দুই টিকিট জেতা ওই নারীর বয়স ৪৪ বছর। তাঁর মেয়ে বিজ্ঞানের শিক্ষার্থী, পড়াশোনা করছে যুক্তরাজ্যে। মেয়েটির স্বপ্ন, এক দিন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার হয়ে কাজ করবে সে। তাই মেয়েকে নিয়ে মহাকাশে যেতে চান কেইশা। টিকিট জয়ের খবরটি কেইশা পেয়েছেন ভার্জিন গ্যালাকটিকের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসনের কাছে। নভেম্বরের শুরুতে কেইশার বাড়িতে গিয়ে চমকে দেন ব্র্যানসন।

সর্বশেষ খবর