শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

কিছু সময়ের জন্য আদানি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী

কিছু সময়ের জন্য আদানি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী

আরও সম্পদ বাড়ল গৌতম আদানির। তার ফলে বিশ্বের ধনীতম ব্যক্তির দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতের আদানি গ্রুপের চেয়ারপারসন। তবে তা কিছু সময়ের জন্য। গতকাল এক দিনেই তাঁর সম্পদের পরিমাণ বেড়েছে ৫ বিলিয়ন মার্কিন ডলার। তার সুবাদেই জেফ বেজোসকে পেছনে ঠেলে দিয়ে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী হয়ে গেছেন তিনি। ফোর্বসের রিয়েল টাইম তথ্য অনুযায়ী, গতকাল বিশ্বে সবচেয়ে বেশি ফুলে ফেঁপে উঠেছেন আদানি। তাঁর সম্পদের পরিমাণ বেড়েছে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার। তার ফলে আদানির মোট সম্পদের পরিমাণ ১৫৫.৩ বিলিয়ন মার্কিন ডলারে ঠেকেছে। ভারতীয় এই ধনকুবেরের চেয়ে এগিয়ে আছেন শুধু টেসলার কর্ণধার ইলন মাস্ক। টেসলার মোট সম্পদের পরিমাণ ২৭৩.৫ বিলিয়ন মার্কিন ডলার। আজই শুধু তাঁর পকেটে ৭৮৯ মিলিয়ন মার্কিন ডলার (০.২৮ শতাংশ) ঢুকেছে।

সর্বশেষ খবর