বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

দিল্লি পৌর নির্বাচনে আম আদমির বিজয়

১৫ বছর পর বিজেপি পরাস্ত

নয়াদিল্লি প্রতিনিধি

অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আম আদমি পার্টি (এএপি) ১৫ বছর পর বিজেপিকে হারিয়ে ভারতের রাজধানী দিল্লি পৌরসভা নির্বাচনে জয়ী হয়েছে। মর্যাদার লড়াইয়ে ২৫০টি ওয়ার্ডের মধ্যে এএপি ১৩৪টিতে জয়লাভ করে। সর্বশেষ নির্বাচনে এএপি যত আসন পেয়েছিল, এবার তার চাইতে ৯০টি বাড়াতে পেরেছে। অন্যদিকে বিজেপি ৬৪ ওয়ার্ড হারিয়ে ১০৪টি আসন পেয়েছে। সব থেকে দুরবস্থা জাতীয় কংগ্রেসের। ১৯ আসন হারিয়ে মাত্র ৯টি পেয়েছে। দিল্লি বিধানসভায় হারলেও বিজেপি ১৫ বছর ধরে দখলে রেখেছিল পৌরসভা।

নির্বাচনে জয়ের পর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক সমাবেশে বলেন, ‘রাজধানী দিল্লিকে সুন্দর করতে কেন্দ্রীয় সরকার এবং বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সহযোগিতা প্রয়োজন। দিল্লি পৌর নির্বাচনে জেতা অর্থ এই প্রথমে আম আদমি পার্টি শাসক বিজেপিকে পরাস্ত করল। এর আগে কংগ্রেসকে হারিয়ে দিল্লি ও পাঞ্জাব প্রদেশ দখল করেছে এএপি। কেজরিওয়াল একে গোটা ভারতে দিল্লি মডেল প্রশাসন বলে প্রচার করবেন। তারা সিদ্ধান্ত নিয়েছেন দিল্লিতে মহিলা মেয়র নির্বাচিত করবেন। দিল্লি সম্পূর্ণ রাজ্যের মর্যাদায় নয়। এখানে প্রশাসন কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার ভাগাভাগি করে চালায়। বুথফেরত সমীক্ষায় এএপি চূড়ান্ত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেই পূর্বাভাস সঠিক হয়নি। বিজেপি প্রায় নিজেদের ভোটের শতাংশ বজায় রাখতে পেরেছে। বিজেপিবিরোধী বেশির ভাগ ভোট আম আদমি পার্টির কাছে গেছে বলেই তারা জয়লাভ করেছে। কংগ্রেসের ভোট এএপি পেয়েছে।

সর্বশেষ খবর