শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

প্যারিসে বন্দুক হামলা, নিহত ৩

ফের বন্দুকধারীর হামলা দেখল ফ্রান্স। দেশটির রাজধানী প্যারিসে গতকাল ওই হামলায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। গ্রেফতার করা হয়েছে বন্দুকবাজকে।

হামলার পরই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। ওই এলাকায় যেতে বাসিন্দাদের বারণ করা হয়েছে। হামলার ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সংবাদ সংস্থা এএফপিকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে, ৭-৮ রাউন্ড গুলি চলেছে। কী কারণে ওই বন্দুকবাজ হামলা চালালেন তা এখনো স্পষ্ট নয়।

পুলিশ জানায়, হামলাকারী একটি কুর্দি কমিউনিটি সেন্টার ও একটি রেস্তোরাঁ লক্ষ্য করে গুলি ছোড়েন। এ ঘটনায় জাতিগত বিদ্বেষের কোনো যোগ আছে কিনা, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন কৌঁসুলিরা। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গ্রেফতার বন্দুকধারী ফরাসি নাগরিক বলে জানিয়েছে কয়েকটি স্থানীয় সংবাদ মাধ্যম।

এর আগে ২০১৫ সালে প্যারিসে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল। তাতে ১২৮ জন নিহত হন। সেই হামলায় আটজন জঙ্গি অংশ নিয়েছিল।

সর্বশেষ খবর