যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি এলিমেন্টারি স্কুলে ছয় বছর বয়সী এক বালকের গুলিতে এক নারী শিক্ষক গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার নিউপোর্ট নিউজ শহরের রিচনেক এলিমেন্টারি স্কুলে ঘটনাটি ঘটেছে। স্থানীয় পুলিশপ্রধান স্টিভ ড্রিউ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, হাসপাতালে ত্রিশোর্ধŸ ওই শিক্ষিকার অবস্থার কিছুটা উন্নতি হলেও তার জখমকে প্রাণসংহারি বলে বিবেচনা করা হচ্ছে। ওই ছয় বছর বয়সী বালক কীভাবে বন্দুক জোগাড় করল তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রথম গ্রেডের শ্রেণিকক্ষে ‘ঝগড়ার’ পরিণতিতে এ ঘটনা ঘটেছে এবং তাতে এক রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে বর্ণনা করেছে পুলিশ। পুলিশপ্রধান ড্রিউ বলেন, ‘দুর্ঘটনাবশত গুলি ছোড়ার ঘটনা ছিল না এটি। আমি জানতে চাই আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে এল।’ বালকটিকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় স্কুলটির অন্য কোনো শিক্ষার্থী আঘাত পায়নি। নিরাপত্তার জন্য তাদের স্কুলের একটি জিমনেসিয়ামে নিয়ে রাখা হয় এবং তারা নিরাপদে আছে বলে জানিয়েছেন ড্রিউ। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ ও নীতিনির্ধারণ করা হবে বলে জানিয়েছেন নিউপোর্ট নিউজের মেয়র ফিলিপ জোন্স। একই সংবাদ সম্মেলনে স্কুল সুপার জর্জ পার্কার স্কুলকে বন্দুকমুক্ত রাখতে শিক্ষাবিদদের অক্ষমতার জন্য দুঃখপ্রকাশ করে বলেন, এ ঘটনায় তিনি ‘অত্যন্ত মর্মাহত ও ‘হতাশ’। ‘বন্দুক আমাদের শিশুদের নাগালের বাইরে রাখা দরকার। তাদের হাতে অস্ত্র যাওয়া আমি নিয়ন্ত্রণ করতে পারব না, আমাদের শিক্ষকরাও পারবেন না,’ বলেছেন তিনি। পার্কার জানান, সব স্কুলে মেটাল ডিটেক্টর থাকলেও শুক্রবার রিচনেক এলিমেন্টারি স্কুলে সেগুলো ব্যবহার করা হয়নি।
শিরোনাম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- নতুন নেতৃত্বে গোবিপ্রবি সাহিত্য সংসদ
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
- সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা
- চট্টগ্রামে মানবতার সেতুবন্ধনে হবে ‘এসএমসিএইচ সামিট’
- মিরসরাইয়ে শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার বাবাসহ সৎমা
- পানছড়িতে ভূতুরে বিদ্যুৎ বিল নিয়ে উত্তেজনা
সংক্ষিপ্ত
যুক্তরাষ্ট্রে স্কুলে শিক্ষিকাকে বালকের গুলি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর