যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি এলিমেন্টারি স্কুলে ছয় বছর বয়সী এক বালকের গুলিতে এক নারী শিক্ষক গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার নিউপোর্ট নিউজ শহরের রিচনেক এলিমেন্টারি স্কুলে ঘটনাটি ঘটেছে। স্থানীয় পুলিশপ্রধান স্টিভ ড্রিউ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, হাসপাতালে ত্রিশোর্ধŸ ওই শিক্ষিকার অবস্থার কিছুটা উন্নতি হলেও তার জখমকে প্রাণসংহারি বলে বিবেচনা করা হচ্ছে। ওই ছয় বছর বয়সী বালক কীভাবে বন্দুক জোগাড় করল তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রথম গ্রেডের শ্রেণিকক্ষে ‘ঝগড়ার’ পরিণতিতে এ ঘটনা ঘটেছে এবং তাতে এক রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে বর্ণনা করেছে পুলিশ। পুলিশপ্রধান ড্রিউ বলেন, ‘দুর্ঘটনাবশত গুলি ছোড়ার ঘটনা ছিল না এটি। আমি জানতে চাই আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে এল।’ বালকটিকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় স্কুলটির অন্য কোনো শিক্ষার্থী আঘাত পায়নি। নিরাপত্তার জন্য তাদের স্কুলের একটি জিমনেসিয়ামে নিয়ে রাখা হয় এবং তারা নিরাপদে আছে বলে জানিয়েছেন ড্রিউ। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ ও নীতিনির্ধারণ করা হবে বলে জানিয়েছেন নিউপোর্ট নিউজের মেয়র ফিলিপ জোন্স। একই সংবাদ সম্মেলনে স্কুল সুপার জর্জ পার্কার স্কুলকে বন্দুকমুক্ত রাখতে শিক্ষাবিদদের অক্ষমতার জন্য দুঃখপ্রকাশ করে বলেন, এ ঘটনায় তিনি ‘অত্যন্ত মর্মাহত ও ‘হতাশ’। ‘বন্দুক আমাদের শিশুদের নাগালের বাইরে রাখা দরকার। তাদের হাতে অস্ত্র যাওয়া আমি নিয়ন্ত্রণ করতে পারব না, আমাদের শিক্ষকরাও পারবেন না,’ বলেছেন তিনি। পার্কার জানান, সব স্কুলে মেটাল ডিটেক্টর থাকলেও শুক্রবার রিচনেক এলিমেন্টারি স্কুলে সেগুলো ব্যবহার করা হয়নি।
শিরোনাম
- রাজধানীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাত, দুই কলেজ শিক্ষার্থী আহত
- শাপলা না দেওয়ার আইনি ব্যাখ্যা দিলে অন্য প্রতীক বিবেচনা করা হবে: নাহিদ
- দুবাই ও মিয়ানমার থেকে এক লাখ টন চাল কিনছে সরকার
- একটি মার্কায় বেহেশতের গ্যারান্টি, প্রতারণা ছাড়া কিছু নয় : আমান উল্লাহ
- মাঝ আকাশে জ্বালানি লিক, ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ
- স্বর্ণের দাম কমেছে
- জেন জি বিক্ষোভে উত্তাল পেরু, রাজধানীতে জরুরি অবস্থা
- বৃহস্পতিবার সিইসির সঙ্গে বৈঠক করবে বিএনপি
- আফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারালো জিম্বাবুয়ে
- অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স এলো ১৮৫ কোটি ডলার
- ৫০০ বছরে প্রথম, পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটিশ রাজা
- সিরিয়া পুনর্গঠনে ব্যয় হবে ২১৬ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক
- এএফডি ও বিআইআইএসএস-এর যৌথ ব্যবস্থাপনায় সেমিনার
- নির্বাচন কমিশনের আচরণ নিরপেক্ষ মনে হচ্ছে না : নাহিদ
- একের পর এক পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের ষড়যন্ত্র : আব্দুস সালাম
- নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে জেলেনস্কির বৈঠক
- সেন্টমার্টিনে পরিবেশবান্ধব পর্যটনের লক্ষ্যে নতুন ১২ নির্দেশনা
- জার্মান চ্যান্সেলরের বিরুদ্ধে তরুণীদের বিক্ষোভ
- শেখ হাসিনার মামলায় যুক্তিতর্ক শেষ, রায়ের দিন ধার্য হবে কাল
- ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধান উপদেষ্টা
সংক্ষিপ্ত
যুক্তরাষ্ট্রে স্কুলে শিক্ষিকাকে বালকের গুলি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর