যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি এলিমেন্টারি স্কুলে ছয় বছর বয়সী এক বালকের গুলিতে এক নারী শিক্ষক গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার নিউপোর্ট নিউজ শহরের রিচনেক এলিমেন্টারি স্কুলে ঘটনাটি ঘটেছে। স্থানীয় পুলিশপ্রধান স্টিভ ড্রিউ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, হাসপাতালে ত্রিশোর্ধŸ ওই শিক্ষিকার অবস্থার কিছুটা উন্নতি হলেও তার জখমকে প্রাণসংহারি বলে বিবেচনা করা হচ্ছে। ওই ছয় বছর বয়সী বালক কীভাবে বন্দুক জোগাড় করল তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রথম গ্রেডের শ্রেণিকক্ষে ‘ঝগড়ার’ পরিণতিতে এ ঘটনা ঘটেছে এবং তাতে এক রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে বর্ণনা করেছে পুলিশ। পুলিশপ্রধান ড্রিউ বলেন, ‘দুর্ঘটনাবশত গুলি ছোড়ার ঘটনা ছিল না এটি। আমি জানতে চাই আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে এল।’ বালকটিকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় স্কুলটির অন্য কোনো শিক্ষার্থী আঘাত পায়নি। নিরাপত্তার জন্য তাদের স্কুলের একটি জিমনেসিয়ামে নিয়ে রাখা হয় এবং তারা নিরাপদে আছে বলে জানিয়েছেন ড্রিউ। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ ও নীতিনির্ধারণ করা হবে বলে জানিয়েছেন নিউপোর্ট নিউজের মেয়র ফিলিপ জোন্স। একই সংবাদ সম্মেলনে স্কুল সুপার জর্জ পার্কার স্কুলকে বন্দুকমুক্ত রাখতে শিক্ষাবিদদের অক্ষমতার জন্য দুঃখপ্রকাশ করে বলেন, এ ঘটনায় তিনি ‘অত্যন্ত মর্মাহত ও ‘হতাশ’। ‘বন্দুক আমাদের শিশুদের নাগালের বাইরে রাখা দরকার। তাদের হাতে অস্ত্র যাওয়া আমি নিয়ন্ত্রণ করতে পারব না, আমাদের শিক্ষকরাও পারবেন না,’ বলেছেন তিনি। পার্কার জানান, সব স্কুলে মেটাল ডিটেক্টর থাকলেও শুক্রবার রিচনেক এলিমেন্টারি স্কুলে সেগুলো ব্যবহার করা হয়নি।
শিরোনাম
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
সংক্ষিপ্ত
যুক্তরাষ্ট্রে স্কুলে শিক্ষিকাকে বালকের গুলি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর