নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেনের নামেই রেকর্ড করা হয়েছে তার উত্তরাধিকার সূত্রে পাওয়া বাড়ির (প্রতীচী) পুরো জমি। বাবা প্রয়াত আশুতোষ সেনের উইল অনুযায়ী সব জমি অমর্ত্য সেনের নামেই রেকর্ড করে দিয়েছে রাজ্য সরকারের ভূমি ও ভূমি সংস্কার দফতর। গতকাল শান্তিনিকেতন ছেড়ে যাওয়ার আগে এ তথ্য জানান নোবেলজয়ী এই অর্থনীতিবিদ।