সৌদি আরব, ভারতের পর সোনার খনির সন্ধান পেল চীন। এতে বিপুল পরিমাণ সোনা রয়েছে বলে জানা গেছে। এর ফলে চীনে সোনার ভাণ্ডার আরও সমৃদ্ধ হলো। নতুন খনিতে ৫০ টন সোনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পূর্ব চীনের শ্যানডং প্রদেশে হদিস মিলেছে ওই বহুমূল্য ধাতুর। উল্লেখ্য, শ্যানডং রীতিমতো খনিজ পদার্থে সমৃদ্ধ একটি এলাকা। ওই প্রদেশে সোনার একাধিক খনিও রয়েছে। তবে, এবার সেখানেই আরও একটি সোনার খনির খোঁজ মিলল। শ্যানডং প্রদেশ দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত। সে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ এলাকা এটি। প্রদেশটিতে ১০ কোটির বেশি মানুষ বসবাস করে। প্রদেশের শ্যানডঙের ওই সোনার খনির নাম শিলাওকোউ খনি।