অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী ক্যাঙ্গারু। দেশটির কোর্ট অব আর্মস এবং জাতীয় বিমান সংস্থার লেজে ক্যাঙ্গারুর প্রতীক। তা সত্ত্বেও দেশটির শিকারিদের প্রতিবছর লাখ লাখ ক্যাঙ্গারু হত্যার অনুমতি দিয়ে থাকে অস্ট্রেলিয়া প্রশাসন। এ বছরও দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায় ৫০ লাখ ক্যাঙ্গারু হত্যার অনুমতি দিয়েছে প্রশাসন। দেশটির সরকার ও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছেন, সেখানে কিছু প্রজাতির ক্যাঙ্গারু এতই বৃদ্ধি পেয়েছে যে, কৃষি জমি, অন্যান্য স্থানীয় প্রজাতি এবং প্রাণীদের খরার সময় অনাহার থেকে রক্ষা করার জন্য নিয়মিত এই নিধন করা দরকার। সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে সমাজকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই কার্যক্রম নিষ্ঠুর এবং বাণিজ্যিক স্বার্থের জন্য করা। ক্যাঙ্গারু ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া জানায়, সরকারিভাবে পরিচালিত এই ক্যাঙ্গারু হত্যাকাে র কর্মসূচির অধীনে, লাইসেন্সপ্রাপ্ত শিকারিরা প্রতি কেজি ক্যাঙ্গারুর জন্য একটি ফি পেয়ে থাকে। এ ছাড়া ক্যাঙ্গারুর মাংস, চামড়া ও চামড়া থেকে প্রক্রিয়াজাত পণ্য বিশ্বের ৭০টি দেশে রপ্তানি করা হয়। এই ক্যাঙ্গারু হত্যা ঘিরে প্রায় ১৩৩ মিলিয়ন মার্কিন ডলারের শিল্প গড়ে উঠেছে। দেশটিতে বর্তমানে প্রায় ৫ কোটি ক্যাঙ্গারু রয়েছে।