শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ডলার নয়, এবার নিজস্ব মুদ্রায় লেনদেন চুক্তিতে চীন ও ব্রাজিল

ডলার নয়, এবার নিজস্ব মুদ্রায় লেনদেন চুক্তিতে চীন ও ব্রাজিল

ডলারের ব্যবহার বাদ দিয়ে এবার নিজস্ব মুদ্রায় বাণিজ্য পরিচালনার বিষয়ে চুক্তিতে পৌঁছেছে চীন ও ব্রাজিল। বুধবার ব্রাজিল সরকারের পক্ষ থেকে বিষয়টি ঘোষণা করা হয়। এ চুক্তির ফলে ডলারের ব্যবহার বাদ দিয়ে চীন ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের সঙ্গে সরাসরি নিজস্ব মুদ্রা দিয়ে বাণিজ্য করতে পারবে। আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতির ক্ষেত্রে চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমেরিকা। তারা ডলারকে অনেক সময় বিভিন্ন দেশের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। ব্রাজিলের বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন সংস্থা অ্যাপেক্স-ব্রাজিল এক বিবৃতিতে আশা করেছে, চীনের সঙ্গে এই চুক্তির ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে খরচ কমবে এবং বাণিজ্য বাড়বে। পাশাপাশি অর্থ বিনিয়োগের পথ সহজতর করবে। চীন হচ্ছে ব্রাজিলের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। গত বছর দুই দেশের মধ্যে ১৫ হাজার ৫০০ কোটি ডলারের বাণিজ্য হয়েছে। ফক্সবিজনেস, দ্য ন্যাশনাল নিউজ

যে কোনো মুহূর্তে চীন সফরে লুলা : গত সোমবার লাতিন আমেরিকার এই দেশটির প্রেসিডেন্টের চীনে পৌঁছানোর কথা ছিল। কিন্তু তার আগের দিন অসুস্থতাজনিত কারণে শেষ মুহূর্তে তার এই সফরটি বাতিল করেন। এখন যে কোনো সময়ে ওই সফরের কথা রয়েছে। ওই সফরে আগে প্রেসিডেন্ট লুলা বলেছিলেনন, ‘যুদ্ধ নিয়েই বেশিরভাগ সময় কথা বলতে দেখি। কিন্তু কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, তা নিয়ে খুব কম কথা হচ্ছে। আমি শান্তি প্রতিষ্ঠার আলোচনায় আগ্রহী।’ চলতি বছরের শুরুর দিকে যুদ্ধ বন্ধে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী দেশগুলোর একটি প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনার কথা জানান। তারই অংশ হিসেবে তিনি চীন সফরে যাওয়ার কথা। তবে বিশ্লেষকরা বলছেন, আমেরিকার বলয় থেকে বের হয়ে চীনের সঙ্গে সম্পর্ক করতে আগ্রহী চীন।

সর্বশেষ খবর