সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

আদালতের রায় চ্যালেঞ্জ করতে আদালতে যাচ্ছেন রাহুল

আদালতের রায় চ্যালেঞ্জ করতে আদালতে যাচ্ছেন রাহুল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দোষীসাব্যস্ত করে দুই বছরের কারাদন্ডের রায় দিয়েছেন গুজরাটের একটি আদালত। এবার সেই রায়কে চ্যালেঞ্জ করে আদালতেরই দ্বারস্থ হতে চলেছেন রাহুল। ২০১৯-এর লোকসভা ভোটের প্রচারের সময় কর্নাটকের একটি জনসভায় রাহুল বলেছিলেন, ‘সব চোরদের পদবি মোদিই কী করে হয়!’ রাহুলের এ মন্তব্যে সমগ্র মোদি সম্প্রদায়ের মানুষের মর্যাদাহানি হয়েছে বলে দাবি করে গুজরাটের সুরাতের একটি আদালতে মানহানির মামলা করেন ওই রাজ্যেরই এক বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি। সেই মানহানি মামলার রায় দিয়ে রাহুলকে দোষীসাব্যস্ত করেন আদালত। এ কারণে তার সংসদ সদস্য পদও বাতিল হয়েছে।

সর্বশেষ খবর