শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

কানাডায় তুষার ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন ১০ লক্ষাধিক মানুষ অন্ধকারে

কানাডায় তুষার ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন ১০ লক্ষাধিক মানুষ অন্ধকারে

কানাডার পূর্বাঞ্চলে তুষার ঝড়ের আঘাতে গতকাল দেশটির ১০ লাখেরও বেশি মানুষ বিদুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ঝড়ের আঘাতে অনেক গাছপালা উপড়ে পড়ে এবং বিদ্যুতের লাইনের ক্ষতি হয়। বিদ্যুৎসেবা দেওয়া এক প্রতিষ্ঠান এ কথা জানিয়েছে। এএফপি। এদিকে পরিবেশ মন্ত্রণালয় কুইবেক প্রদেশে শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, কিছু এলাকায় গাছপালা উপড়ে পড়ার প্রধান কারণ ছিল বড় আকারের শিলাবৃষ্টি, এগুলো এতই ভারি হয়েছিল যে অনেক গাছই তা বহন করতে পারেনি। কোম্পানিটি তাদের ওয়েবসাইটে বলেছে, স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় (গিনিচ সময় বৃহস্পতিবার ০৪৩০টা) ১০ লাখেরও বেশি হাইড্রো-কিউবেক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। হাইড্রো-কুইবেকের দেওয়া এক টুইটার বার্তায় বলা হয়, ‘ব্যাপক তুষার ঝড়ের কারণে অনেক গাছ বিদ্যুতের লাইনের ওপর ভেঙে পড়ায় এ বিদ্যুৎ বিভ্রাট ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

সর্বশেষ খবর