শিরোনাম
মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

কৃত্রিম বুদ্ধিমত্তায় শুমাখারের সাক্ষাৎকার চাকরি হারালেন জার্মান সম্পাদক

কৃত্রিম বুদ্ধিমত্তায় শুমাখারের সাক্ষাৎকার চাকরি হারালেন জার্মান সম্পাদক

প্রায় এক দশক ধরে মাইকেল শুমাখারকে জনসমক্ষে দেখা যায়নি। কিংবদন্তি রেসার তিনি। ২০১৩ সালে ছেলেকে নিয়ে আল্পস পর্বতমালায় স্কিয়িং করার সময় দুর্ঘটনায় পড়েন। মাথায় প্রচন্ড আঘাত পান। চলে যান কোমায়। পরে নিজ বাড়িতে হাসপাতাল বানিয়ে চিকিৎসা চলছে তার। দুর্ঘটনার ছয় বছর পর খবর আসে জ্ঞান ফেরার। যদিও পরে শুমাখারের পরিবার গোপনীয়তা রক্ষার জন্য অনেক চেষ্টা করে চলেছে। সে জন্য ফর্মুলা ওয়ান মাস্টারের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়টি অজানাই থেকে গেছে। এমন সময়ে জার্মান এক ম্যাগাজিনের কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শুমাখারের সাক্ষাৎকার নেওয়ার খবরে চলছে তোলপাড়। ডেই আকটুয়েল্লে নামের ম্যাগাজিনটি কিংবদন্তি রেসারের হাস্যোজ্জ্বল ছবি প্রচ্ছদে ব্যবহার করে শিরোনামে লিখেছে ‘মাইকেল শুমাখারের প্রথম সাক্ষাৎকার!’ শিরোনামের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে- ‘বাস্তবে এটি প্রতারণাই মনে হচ্ছে।’ সাক্ষাৎকারটিকে বিশ্বাসযোগ্য করতেই তারা এমন পন্থা বেছে নিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বা এআইনির্ভর ওই আর্টিকলের জন্য চাকরি হারিয়েছেন ম্যাগাজিন সম্পাদক, ক্ষমা চেয়েছে পত্রিকাটি। পাশাপাশি এই ফর্মুলা ওয়ান গ্রেটের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন এর প্রকাশকরা। ফর্মুলা ওয়ান রেসে সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন শুমাখারের বয়স এখন ৫৪। নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এমন ঘটনার জন্য ক্ষমা চেয়েছে ফাঙ্কে মিডিয়া গ্রুপ, যার ওয়েবসাইটে এর মালিকানাধীন ১১৮টি প্রকাশনার নাম মিলেছে।

সাপ্তাহিক ওই প্রকাশনাটির নামের বাংলা প্রতিশব্দ ‘বর্তমান’।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর