বুধবার, ৭ জুন, ২০২৩ ০০:০০ টা

সেনা আদালতে বিচার হতে পারে ইমরানের

সেনা আদালতে বিচার হতে পারে ইমরানের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আল কাদির দুর্নীতি মামলায় গ্রেফতারির বিরোধিতায় উত্তপ্ত হয়ে উঠেছিল পাকিস্তান। ৯ মে দেশটির বিভিন্ন প্রান্তে সেনা ও সরকারি সম্পত্তিতে হামলা চালায় ইমরান সমর্থকরা। সেই নিয়ে একাধিক মামলা হয়েছে। সেনা আদালতেই সেই মামলার বিচার হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। যদিও ওই ঘটনায় এখনো ইমরানের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। এ মামলায় হাজার হাজার পিটিআই সমর্থককে গ্রেফতার করা হয়েছে। গতকাল এ নিয়ে সরকারের সমালোচনা করেন ইমরান। তিনি বলেন, পাকিস্তান এখন অন্ধকার যুগে বাস করছে। সুপ্রিম কোর্টের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর কথায়, ‘সুপ্রিম কোর্টের নীরবতার সুযোগ নিয়ে সমর্থকদের পরিবারের বিরুদ্ধে নাৎসি জার্মানির সময়কার ‘কিন পানিশমেন্টআইন’ প্রয়োগ করা হচ্ছে পাকিস্তানে।’

গণমাধ্যম থেকে হঠাৎ উধাও ইমরান : পাকিস্তানের মূলধারার গণ মাধ্যমগুলো দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আর কোনো সংবাদ প্রকাশ করছে না। গত মাসে পাকিস্তানে একটি দাঙ্গায় জড়িতদের সম্পর্কে কোনো সংবাদ প্রকাশ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা (পিইএমআরএ)। সোমবার রয়টার্সের এক জরিপে দেখা গেছে, এরপর থেকে ইমরান সম্পর্কে আর কোনো সংবাদ গণমাধ্যমে আসছে না। পাকিস্তানের সম্প্রচার মাধ্যমে ইমরান খান অতি পরিচিত মুখ। তার সবকিছুই টিভিতে ব্যাপকভাবে সম্প্রচার করা হতো।

সর্বশেষ খবর