শনিবার, ১০ জুন, ২০২৩ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের কাছেই ইউএফও আছে!

যুক্তরাষ্ট্রের কাছেই ইউএফও আছে!

আজও রহস্যে মোড়া যুক্তরাষ্ট্রের এরিয়া ৫১। আর এ এরিয়া ৫১ কি ভিনগ্রহের প্রাণীদের গোপন গবেষণাগার? এলিয়েনদের গল্পের আড়ালে কি রহস্য লুকিয়ে রয়েছে এখানে? এরিয়া ৫১ থেকে ভিনগ্রহের প্রাণীদের নিয়ে বিভিন্ন তথ্য ওঠে এসেছে। এরিয়া ৫১ হলো নেভাডা পরীক্ষা ও প্রশিক্ষণ সীমার মধ্যে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর (ইউএসএএফ) একটি উচ্চ শ্রেণিবদ্ধ অপারেশন ঘাঁটি। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে লাসভেগাস থেকে প্রায় ১৩৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে ‘এক্সট্রাটেরেস্ট্রিয়াল হাইওয়ে’ এর ওপর অবস্থিত রেচেল শহরের কাছে অবস্থিত। এটি একটি বিরাট গোপনীয় সামরিক বিমান ঘাঁটি যা ঠিক গ্রুম হ্রদের দক্ষিণ তীরে অবস্থিত। এটির ভিত্তির প্রাথমিক উদ্দেশ্য হলো পরীক্ষামূলক উড়োজাহাজ তৈরি, অস্ত্রশস্ত্রের সিস্টেমের পরীক্ষাকরণ এবং উন্নতিসাধন সমর্থন করা। সেই গবেষণাগারে কাজ করা একজন সৈনিক সম্প্রতি দাবি করেছে তারা উচ্চ প্রযুক্তির মাধ্যমে একটি সসার (ইউএফও) আটক করতে সক্ষম হয়েছে।

সর্বশেষ খবর