সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ফ্রান্স। ২০১৩ সালের একটি মামলায় তার নামে পরোয়ানা জারি হয়েছে। ডয়েচে ভেলে জানিয়েছে, ২০১৩ সালে সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল, আসাদের নির্দেশে সরকার বিরোধীদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। সেই মামলার তদন্ত শেষে ফ্রান্স এ সিদ্ধান্ত নিয়েছে। আসাদের নামে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সিরিয়ার আরও তিন নাগরিকের বিরুদ্ধেও একই পরোয়ানা জারি হয়েছে।
বাকি তিনজনের একজন হলেন আসাদের ভাই মাহেল, তিনি সিরিয়ার এলিট ফোর্সের প্রধান। বাকি দুজনও রাসায়নিক অস্ত্র ব্যবহারের সঙ্গে সরাসরি যুক্ত। উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। যুদ্ধে প্রচুর বেসামরিক মানুষ নিহত হয়েছেন। বলা হয়, তারা রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছেন। যার জেরে প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়।