বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মণিপুরে দুর্বৃত্তদের হামলায় পুলিশ কমান্ডো নিহত

ভারতের মণিপুরে দীর্ঘ দিন ধরে চলে আসা জাতিগত বিরোধ ও সংঘাতের মধ্যেই এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি মণিপুর পুলিশের একজন কমান্ডো ছিলেন বলে জানা গেছে। তার নাম ওয়াংখেম সোমরজিৎ। গতকাল নিরাপত্তা বাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় দুর্বৃত্তরা। সরকারি সূত্র জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ও দুর্বৃত্তদের মধ্যে সকাল থেকে গোলাগুলি চলছিল। এতেই নিহতের ঘটনা ঘটে। ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ১১০ কিলোমিটার দূরে সীমান্ত শহর মোরেহেতে এ ঘটনা ঘটেছে। মোরেহ ভারত-মিয়ানমার সীমান্তের গুরুত্বপূর্ণ বাণিজ্য শহর। পুলিশ জানিয়েছে, তিনি একজন আইআরবি কর্মী। তিনি মোরেহে রাজ্য পুলিশ কমান্ডোর সঙ্গে যুক্ত ছিলেন। মোরেহ শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে দুর্বৃত্তদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় হয়। এর আগে পুলিশ কর্মকর্তাকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই আদিবাসীকে গ্রেফতার করার ৪৮ ঘণ্টার মধ্যে এ সহিংসতার ঘটনা ঘটল।  গত বছর ৩ মে থেকে মণিপুরে কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ জাতিগত দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। প্রায় এক মাস ধরে চলা ওই দাঙ্গায় ১৮০ জনের বেশি মানুষ নিহত হয়। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয় হাজার হাজার মানুষ। মেইতেইরা মণিপুরের সমতল অঞ্চলে বসবাস করে।

সর্বশেষ খবর