রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা

সিরিয়ার দামেস্কের পশ্চিমে একটি আবাসিক ভবনকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার দিবাগত রাতে এ হামলা চালানো হয়। মানবাধিকারবিষয়ক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি বিমান হামলার জবাব দিয়েছে। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল প্রতিবেশী দেশটির উত্তরে অসংখ্য বিমান হামলা চালিয়েছে। বেশির ভাগ হামলাই প্রধানত হিজবুল্লাহ যোদ্ধাসহ ইরান-সমর্থিত বাহিনী এবং সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানগুলোকে লক্ষ্য করে চালানো হয়। গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর হামলা আরও বেড়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি বলেছে, গতকাল দিবাগত রাতে দামেস্ক প্রদেশের দিমাস এলাকাসহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সর্বশেষ খবর